স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

কক্সবাজারে ৯৬ জলদস্যুর আত্মসমর্পন

মুহাম্মদ জহিরুল ইসলাম জিকুঃ গতকাল রাতে কক্সবাজার জেলা পুলিশ ৯৬ জন জলদস্যুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে তাদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময় ওই ৯৬ জন জলদস্যু বিপুলসংখ্যক নানা ধরণের আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গোলাবারুদ স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকট আসাদুজ্জামান খান কামালের হাতে তুলে দেন।তারা দুস্যাবৃত্তির পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরই আত্মসমর্পন করলেন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবেন।তাছাড়া তাদের কে আইনি সুরক্ষাও প্রদান করা হবে। 
কক্সবাজারে ৯৬ জলদস্যুর আত্মসমর্পন কক্সবাজারে ৯৬ জলদস্যুর আত্মসমর্পন Reviewed by All in one একের ভিতর সব on 2:05 AM Rating: 5

No comments:

Powered by Blogger.