রাজনীতি
নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশে মীর্জা ফখরুল গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতন ঘটানো হবে
আলোর বাণী ডেস্কঃ আর কোন মিছিল মিটিং নয়, গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরোও বলেন, এই স্বৈরাচারী সরকার কে আগামী দু-এক বছরের মধ্যেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতেও বাধ্য করা হবে। এ সময় দলের সিনিয়র নেতা রহুল কবির রিজভী, ব্যারিষ্টার মওদুদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল
আলোর বাণী নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন মোঃ জাকির হোসেন বাবুল। আজ সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে এরা নির্বাচিত হন।
আজ অনুমতি না পাওয়ায় কাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সমাবেশ বিক্ষোভ মিছিল
আলোর বাণী রিপোর্টঃ আজ অনুমতি না পাওয়ায় কাল নয়া পল্টন কিংবা জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন করবেন বিএনপি নেতারা।খবরটি বিএনপির দলীয় সূত্র হতে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ৭ম জাতীয় সম্মেলন হচ্ছে আজ
মুহাম্মদ জহিরুল ইসলামঃ আজ সকাল ১১ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঢাকার শহীদ সোরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ-আওয়ামী-যুবলীগের ৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সম্মেলনে নতুন মুখ আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।পুরাতনেরা সমালোচনায় পড়ার কারণে এমনি হচ্ছে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। সড়ক ও সেতুমন্ত্রীর আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার
আলোর বাণী রিপোর্টঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপতত এ আইন কার্যকর না করার আশ্বাসবাণী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের "বাংলাদেশ সড়ক ও পরিবহন আইন-২০১৮ " পুন বিবেচনা এবং আইনের কঠোরতর ধারাগুলো সংশোধন করার আশ্বাসবাণীতে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক-কর্মচারী সমিতি। ফলে রাজধানী ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হলেও খুলনা কিংবা দক্ষিণ বঙ্গ থেকে কোন ধরণের যানবাহন চলাচল না করায় দুর্ভোগের শিকার হয় দক্ষিণাঞ্চলের ১৬/১৭ টি জেলার প্রায় ৩০ লক্ষ মানুষ।তবে তাদের দাবী সম্পূর্ণ মানা হলে তারা এ কর্মসূচি হতে ফিরে আসবেন বলে আলোরবাণীকে জানান দক্ষিণ বঙ্গের পরিবহন মালিক-কর্মচারী ফেডারেশনের নেতারা।এর আগে ওই নেতারা গতকাল দেশের কয়েকটি জেলায় নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলন " নিরাপদ সড়ক চাই" এর আহবায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিমূর্তিতে আগুন ধরিয়ে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।যদিও এর প্রতিবাদ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সচেতন মহল।
রাজনীতি
Reviewed by স্বাধীন খবর
on
5:41 AM
Rating:
Reviewed by স্বাধীন খবর
on
5:41 AM
Rating:




No comments: