স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

ইসলামের পথে



https://independentreport24.blogspot.com/2019/12/blog-post_54.html?m=1

কবরের আজাব থেকে মুক্তির দোয়া।



শিবালয়ের দিয়ারচর শাকরাইল জামে মসজিদের কমিটি গঠন।

মানিকগঞ্জ সংবাদদাতাঃমানিকগঞ্জের শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল জামে মসজিদের তিন বছর মেয়াদে সাত সদস্যর একটি কমিটি গঠণ করা হয়।
শাকরাইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত থানা আওয়ামীলীগ সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল্ হাজ্জ রেজাউর রহমান খান জানু মিয়ার উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়।
জানা গেছে গত দুই মাস আগে সাবেক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে।
এর পর গত তিন সপ্তাহ আগে সকল মুসুল্লি ও সাবেক কমিটির সদস্যগন এবং এলাকার লোক জনের উপস্থিতিতে নতুন একটি কমিটি তৈরী করা হয়। এতে সাবেক কমিটির সদস্যরা মেনে না নেয়া ও ক্ষমতা হস্তান্তর না করায় এলাকায় লোক জনের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃস্টি হয়।
কয়েক দিন এ ভাবে অতিবাহীত হওয়ার পর মসজিদ পরিচালনার আওতাধীন সাত জন মাতবর ও কয়েক জন গণ্যমান্য ব্যক্তি মিলে মোঃ বাছের মাতবরের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল উক্ত সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন জানায়।
তারই প্রেক্ষিতে গত কাল, এলাকার জনগন ও নয়জন মাতবর এর উপস্থিতিতে একটি নিরপেক্ষ কন্ঠ ভোট অনুষ্ঠিত হয়।
এতে একজন দাতা সদস্য সহ মোট ১০ ভোটের মধ্যে ০৮ ভোট পেয়ে নতুন কমিটির মোঃ নাসির উদদীন খাঁন - সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মোঃ সোহেল রানা এবং আরিফুর রহমান বিশ্বাস যৌথ ভাবে সাধারণ সম্পাদক হিসাবে জয় লাভ করেছে।আব্দুস সাত্তার এর নেতৃত্বে
সাবেক কমিটির পক্ষে মোট ১০ ভোটের মধ্যে মাত্র - ০২ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
একাকার কোন্দল ও সমস্যা নিরসনে একটি পুর্নাঙ্গ কমিটি গঠনে সর্বাত্মক সহায়তা করেছেন আরও যারা তাঁরা হলেন- শিবালয় উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ আসলাম মোল্লা, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন মানিক, ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মৃধা, ও মাসুদুল হক চৌধুরী প্রমুখ।




মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির ২৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল


নারায়ণগঞ্জ সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে আগামী ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী ২৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নওমুসলিম মাওলানা শামসুল হক যশোরী।বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনবেন জামিয়া এছহাকিয়া কারিমিয়া মিছবাহুল মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহ্তামিম পীর সাহেব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ আনছারী।
দ্বিতীয় দিনে প্রধান বক্তা ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী(ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন মারকাযুল কুরআন বাংলাদেশ, মৌচাক,নারায়ণ গঞ্জের প্রধান মুফতি ও খাইরুল সুফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার খতিব হাফেজ মাওলানা মুফতি জহিরুল হক।এছাড়া ওয়াচ ফরমাইবেন মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী নোমান আহমেদ বানিপুরী, জামিয়া ইসলামিয়া আবু বক্কর সিদ্দিক রাঃ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আবুল কালাম আশরাফ, লক্ষ্যারচর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আবুল কাশেম,ঘারমোড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ আল জয়নাল প্লাজা মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা জালাল আহমদ বিন মাজহারী, আলিনগর কুবা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শোয়েব আশরাফী, লক্ষ্যারচর তিনতলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন,বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান, লক্ষ্যারচর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা এবিএম শরিফুল ইসলাম যুক্তিবাদী, মদনগঞ্জ বাজার বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ মওদুদুর রহমান,মদনগঞ্জ নূরনবী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া, বন্দর মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ ক্বারী মোঃ ইব্রাহিম প্রমূখ।মাহফিল পরিচালনা করবেন বন্দর উপজেলা জামে মসজিদের খতিব ও মদনপুর যুব সমাজ কমিটির ধর্মীয় সম্পাদক হযরত মাওলানা মোঃ মফিজুল ইসলাম
মদনগঞ্জ যুব সংঘ কমিটির পক্ষ থেকে 
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে দেশের বিভিন্ন  জেলার ধর্মপাণ ইসলাম অনুসারীদের উপস্থিতি ও সহানুভূতি কামনা করা হচ্ছে।  


জেডিসি পরীক্ষা ২০১৯  এর  গত   ০৯, ১১ এবং ১২/১১/২০১৯ ইং  তারিখের পরীক্ষাগুলোর প্রোগ্রাম পরিবর্তন করেছে সরকার ।



ইসলামের পথে ইসলামের পথে Reviewed by স্বাধীন খবর on 4:27 AM Rating: 5

No comments:

Powered by Blogger.