মানিকগঞ্জ সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলাশহর সহ জেলার ৭ টি উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে হাতুড়ে ডাক্তারে দৌরাত্ম বেড়েছে।
জানাগেছে, মানিকগঞ্জ পৌরসভাসহ জেলার শিবালয়, হরিরাম, ঘিওর, দৌলতপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলার ৬৫ টি ইউনিয়নে হাতুড়ে ( কোয়াক ) ডাক্তারদের দৌরাত্ম বেড়েছে।
অভিযোগ রয়েছে, এ সকল হাতুড়ে বা কোয়াক ডাক্তারদের কেউ কেউ শহর কিংবা উপজেলার কোন ফার্মেসীতে কিছুদিন কাজ করার পর কিংবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে পল্লী চিকিৎসক হিসেবে ৬ মাসের ট্রেনিং নেওয়ার পরই গ্রাম-গঞ্জের কোন সুবিধাজনক স্থানে একটি ঔষধের দোকান দিয়েই নামের আগে অহরহ ডাক্তার শব্দটি ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি তাদের ভূল চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। তারা রোগ ও ঔষধ সম্পর্কে তেমন ওয়াকিবহাল না জানার কারণে রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই এন্টায়বেটিক ঔষধ প্রদান করে থাকেন। রোগীরা তাদের মোহনীয় কথাবার্তা ও চাতুরী বুঝতে না পেরে এসব ঔষধ সেবন করে মৃত্যুরকোলে ঢলে পড়েসহ অনেকের জীবন বিপন্ন হচ্ছে। দেশের প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী একজন মেডিকেল অফিসার কিংবা মেডিকেল এ্যাসিস্টেন্ট ব্যতীত যে কারো নামের আগে ডাক্তার শব্দটি লিখা বৈধ না থাকলেও কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টায়বেটিক ঔষধ প্রদান করার নিয়ম কোন ফার্মেসী মালিকদের নেই।
তাছাড়া এসব ভূয়া হাতুড়ে ডাক্তারের দ্বারা কোন ফার্মেসী মালিকদের পক্ষে রোগীদের চিকিৎসা প্রদান করা সম্পূর্ণরুপে অবৈধ।
অভিযোগ রয়েছে, ঔষধ প্রশাসন, ড্রাগ ইন্সপেক্টরগন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমনকি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড ট্রেস্টিং ইন্সটিটিউট ( বিএসটিআই ) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করার হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম এতটাই বেড়েছে যা অসহনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী ঔষধ বিক্রয়ের প্রতিটি দোকানের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাঞ্ছনীয়। কিন্তু জেলার অধিকাংশ ফার্মেসী মালিকদের দোকানের এসব বৈধ কোন কাগজপত্র নেই।ফলে সরকার একদিকে যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে জেলায় কতগুলো বৈধ ও অবৈধ ঔষধের দোকান রয়েছে এ তথ্যও সরকারের কাছে নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রদক্ষেপ গ্রহন করবেন এমনটই আশা করছেন জেলার সচেতন মহলের লোকজন।
মানিকগঞ্জে হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম বেড়েছে
Reviewed by All in one একের ভিতর সব
on
2:21 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
2:21 AM
Rating:

No comments: