মানিকগঞ্জে এসএসসি সভাপতি-শিক্ষক দ্বন্দে কমিটি বাতিল । শিক্ষক বদলী
এম এ কাইয়ুম চৌধুরী, মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃমানিকগ জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে সৃষ্টি কোন্দলের জের ধরে দুটি গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে ম্যানিজিং কমিটি বাতিল করাসহ ও বিদ্যলয়ের প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে অন্যত্র বদলী করার নির্দেশ দিয়েছেন শিবালয় উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। গত ২৯ অক্টোবর শিক্ষা অফিসের এক সরকারি প্রজ্ঞাপনের ৩৮.০০.৫৬৭৮.০১৬.০১.০০১.১৭.৬৭৯/ ৪৮ নং স্মারকেে এই আদেশ জারি করেন ওই কর্মকর্তা।
শিক্ষা অফিস সূত্র জানাযায়,এসএমসি সভাপতি মিজানুর রহমান মিন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবেলা করা, বিদ্যালয়ের দেখভাল না করা, সময়মতো মিটিয়ে উপস্থিত না হওয়া কিংবা বিদ্যালয় পরিচালনা পরিষদের মিটিংসহ অন্যান্য বিল-ভাউচারে স্বাক্ষর না করাসহ নানা কারণে ওই কমিটি বিলুপ্ত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শর্মা ম্যানিজিং কমিটির সভাপতিকে যথাযথ সম্মান প্রদর্শন না করাসহ নানাবিধ অভিযোগে তাকে অন্যত্র বদলী করা হচ্ছে। এদিকে সহশিক্ষক সবুরা সুলতানা ও ঝর্ণা বেগম ম্যানিজিং কমিটির সভাপতির নিকটতম আত্মীয় হওয়ায় বিদ্যালয়ের গোপনীয়তা ফাঁস করাসহ তাকে সকল প্রকার তথ্য প্রদান করায় এই দুই শিক্ষককে অন্যত্র বদলী করা হচ্ছে। এছাড়া অপর শিক্ষক সুমা দে মোবাইল ফোনে এমএমসি সভাপতির বক্তব্য রেকর্ড করায় তা তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘিত হওয়ায় তাকেও অন্যত্র বদলীর নির্দেশ দেওয়া হয়েছে।
Reviewed by All in one একের ভিতর সব
on
3:35 AM
Rating:

No comments: