স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

৭কেজি চালের দামে ১কেজি পেঁয়াজ

কোনো ভাবেই নিয়ন্ত্রনে আসছে না পেঁয়াজেরা দাম।৭কেজি চালের দামে মিলছে ১কেজি পেঁয়াজ ।পেঁয়াজের দাম নিয়ে সারাদেশে চলছে নানা গুঞ্জন । বিশ্ববাজারে পেয়াজের দাম স্থীতিশীল থাকলেও বাংলাদেশেই কেবল এই রেকর্ড ভেঙ্গে প্রায় মাসবধি যাবৎ পেঁয়াজের  দাম বেড়েই চলেছে  । এই সুযোগ কাজে লাগিয়ে কিছু সুযোগবাদী ব্যবসায়ীরা প্রায় ৮ গুণ হারে মুনাফা হাতিয়ে নিচ্ছে । আবার কিছু কিছু ব্যবসায়ীরা প্রশাসনের ভয়ে লুকিয়ে রেখে  সাধারণ মানুষকে পেঁয়াজ নেই বলে ফিরিয়ে দিচ্ছে বলে রয়েছে নানা অভিযোগ । আবার কেউ কেউ বিক্রয় করছে ৮গুণের ও বেশি টাকা দরে । পাইকারি বিক্রেতারাই এ মসলাটি ২০০ টাকার একটি পয়সা কমেও বিক্রি করছেন না। বাজারের এ চিত্র ছিলো গত বৃহষ্মপতিবারের । আজ  মঙ্গলবার নারায়নগঞ্জ এলাকার বাজার গুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকা দরে । নারায়নগঞ্জের আশেপাশের চায়ের দোকানগুলোতে এই নিয়ে নানা আলোচনা-সমালোচনা । কেউ কেউ বলছেন, এটা রাজনৈতিক চক্রান্ত। আবার কেউ কেউ বলছেন, ভারতের পেঁয়াজ না আসার কারণেই আজ  মূলত এই অবস্থা্ ।এ দিকে একদল অস্বাধু ব্যবসায়ী লবণের দাম বেড়েছে বলে গুজব রটাচ্ছে । এ ঘটনায় স্থানীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অণুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিচ্ছে।

৭কেজি চালের দামে ১কেজি পেঁয়াজ ৭কেজি চালের দামে ১কেজি পেঁয়াজ Reviewed by All in one একের ভিতর সব on 4:04 AM Rating: 5

No comments:

Powered by Blogger.