শীতলক্ষ্যার উভয় পাড়ে যে শিল্প গড়ে উঠেছে সেখানে কোনো কর্মশালায় একই সাথে কর্মশালা ভিত্তিক সাংস্কৃতিক আয়োজন বিরল ঘটনা। আটটি সংগীতের সুর, কথা, কন্ঠ, এবং যন্ত্র বাদন সবই অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির কর্মচারী, কর্মকর্তা এবং কর্মীদের সম্মিলিত প্রয়াসের ফলশ্রুতিতে। অনুকুল শিল্প পরিবেশের জন্য এ ধরনের উদ্যোগ অভাবনীয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইসিএলের নির্বাহী পরিচালক এম জেড হোসেন আরজু তার ভাষনে এসব কথা তুলে ধরেন।"তুমুল ঊত্তেজিত বাংলদেশ বসুন্ধরা সিমেন্টকে করেছে অকুণ্ঠ গ্র্যান্ট; উন্নতির উচ্চ সড়কে অবস্থান করে চলেছ বসুন্ধরা সিমেন্ট ব্যান্ড"প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিঃ এর ৩য় তলার কন্সফারেন্স রুমে বিআইসিএলের আয়োজনে সাভার,ঢাকার ৬৫ জন সম্মানিত ডিলার ও রিটেলারদের মাঝে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরিকল্পনাকারী বিআইসিএলের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান (ইডি) বিশিষ্ট সুরকার, গীতিকার ও কলামিস্ট এম জেড হোসেন আরজু । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিঃ এর ডিএসএম এ কে এম লুৎফুল হক, আমিন ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারী হাজী মোঃ আমিনুল ইসলাম , বিপনন বিভাগের এরিয়া সেলস ম্যানেজার মোঃ রাজু আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহঃপ্রকৌশলী (সিভিল) পিংকু কুমার কুন্ডু, অন লাইন নিউজ পেপার আলোর বাণী'র সম্পাদক ও প্রকাশক, জাগ্রত জনতার মানিকগঞ্জ জেলা সংবাদদাতা কৃষক সংগঠক এম এ কাইয়ুম চৌধুরী, বিআইসিএলের মেডিকেল এ্যাসিস্টেন্ট ডাঃ লাল চান মিয়া, নিরাপত্তা বিভাগের সিনিয়র পরিদর্শক সার্জেন্ট (অবঃ) মোঃ ফারুক হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপত্তা বিভাগের প্রধান মোঃ শরিফুল ইসলাম।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী মাহবুবুর রহমান রানা, রিপন বাউলা,সাইদুল ইসলাম, ইকবাল হোসেন, সমিত চন্দ্র বর্মণ, মোঃ আল আমিন ও মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।
নারায়ণগঞ্জের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে ডিলারদের মাঝে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত
Reviewed by All in one একের ভিতর সব
on
5:18 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
5:18 AM
Rating:

No comments: