স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

পেঁয়াজ কারসাজির হোতাদের খুঁজে বের করা হবে





পেঁয়াজ কারসাজির হোতাদের খুঁজে বের করা হবে 



আলোর বাণী রিপোর্টঃপেঁয়াজ কারসাজির হোতাদের খুঁজে বের করা হবে। এজন্য ২৬ ব্যবসায়ীর একটি তালিকা করে তাদের হিসেব নিকাশ খতিয়ে দেখতে তাদের তলব করেছে সরকার।আলোর বাণীকে বানিজ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।তারা বলছেন পেঁয়াজ কারসাজির হোতাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। এজন্য পেঁয়াজ আমদানিকারকদের নজরদারিতে রাখা হচ্ছে। আগামী দু-এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের বড় ধরণের বেশ কয়েকটি চালান দেশে এসে পৌঁছাবে। তখন খোলা বাজারে ৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। উল্লেখ্য,সরকারের প্রথম ধাপের  মিশর মিশন ব্যর্থ হওয়ায় পেঁয়াজের দর আবারও বেড়েছে। সরকার টিসিবির মাধ্যমে ঢাকার ৪০ টি পয়েন্টে খোলা বাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করলেও চাহিদার তুলনায়  তা অনেক কম হওয়ার কারণে পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না।পেঁয়াজ সিন্ডিকেটের কারণে গত দুমাস যাবত পেঁয়াজের দাম বেড়ে যায়। এরপর সরকার পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরতে বেশকিছু প্রদক্ষেপ নেয়। তারই ধারাবাহিকতায় মিশর থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করার কথা থাকলেও গত দু সপ্তাহ যাবত বিমান বন্দরে ওই বিমানগুলো একের পর এক পেঁয়াজ না নিয়ে খালি ফেরত আশায় পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে।তবে বানিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে,আগামী দু-এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বেশ কয়েকটি চালান দেশে আসবে। তখন পেঁয়াজের বাজার দর অনেকটাই কমে যাবে। 
পেঁয়াজ কারসাজির হোতাদের খুঁজে বের করা হবে পেঁয়াজ কারসাজির হোতাদের খুঁজে বের করা হবে Reviewed by All in one একের ভিতর সব on 5:47 AM Rating: 5

No comments:

Powered by Blogger.