স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

বন্যহাতীর আক্রমণে ৩ জন নিহত আহত ১৫




চট্টগ্রাম সংবাদদাতাঃ গতকাল দুপুরে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় বন্য হাতীর আক্রমণে ৩ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান,হাতি ধান খেতে ভালবাসে। তাই হাতির দল গভীর বন থেকে প্রায়ই ধান খেতে বাহিরে আসে। এবারও ৯ সদস্য বিশিষ্ট একটি বন্য হাতীর দল ধান খেতে লোকালয়ে এলে কৃষকদের সাথে বন্য হাতির এ ঘটনা ঘটে। তারা বন্য হাতির দলটিকে তাড়াবার চেষ্টা করলে ওই হাতির দল ছত্রভঙ্গ হয়ে পড়ে।এক পর্যায়ে ওই বন্য হাতির দলের তিনটি হাতির ৩ দফায় আক্রমণে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়।খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তাগন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্যহাতীর আক্রমণে ৩ জন নিহত আহত ১৫ বন্যহাতীর আক্রমণে ৩ জন নিহত আহত ১৫ Reviewed by All in one একের ভিতর সব on 5:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.