আব্দুর রাজ্জাক বিশ্বাসঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামের শাকরাইল জামে মসজিদ পরিচালনা কমিটির তিন বছর মেয়াদি এক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।গতকাল শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু মিয়ার উপস্থিতিতে ও হস্তক্ষেপে দিয়ারচর শাকরাইল জামে মসজিদের ওই পরিচালনা কমিটি গঠিত হয়েছে
সূত্র জানা, গত দুই মাস আগে সাবেক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হয়।
এর পর হতে গত মসজিদের সকল মুসুল্লি ও সাবেক কমিটির সদস্যগন এবং এলাকার লোকজনের উপস্থিতিতে একটি নতুন কার্যকর কমিটি গঠন করা হয়। এতে সাবেক কমিটির সদস্যরা তা মেনে না নেওয়া এবং ক্ষমতা হস্তান্তর না করায় এলাকায় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
কয়েক দিন এভাবে অতিবাহিত হওয়ার পর মসজিদ পরিচালনা কমিটির সাত আওতাধীন সাত জন উপদেষ্টাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে মোঃ বাছের মাতবরের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল উক্ত সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন জানায়।
এরই প্রেক্ষিতে গতকাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউর রহমান খান জানুর উপস্থিতিতে এলাকার জনগন ও মসজিদ পরিচালনার দায়িত্বে নিয়োজিত নয় উপদেষ্টাসহ স্থানীয় জনগণের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোট অনুষ্ঠিত হয়।
এতে একজন দাতা সদস্য সহ মোট ১০ ভোটের মধ্যে ০৮ ভোট পেয়ে নতুন কমিটির মোঃ নাসির উদদীন খাঁন - সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মোঃ সোহেল রানা এবং আরিফুর রহমান বিশ্বাস যৌথ ভাবে সাধারণ সম্পাদক হিসাবে জয় লাভ করেন।এদিকে আব্দুস সাত্তার এর নেতৃত্বাধীন সাবেক কমিটির লোকজন মোট ১০ ভোটের মধ্যে মাত্র -০২ ভোট পেয়ে পরাজিত হন।উল্লেখ্য,
এলাকার কোন্দল ও সমস্যা নিরসনে এই পুর্নাঙ্গ কমিটি গঠনে সর্বাত্মকভাবে সহায়তা করেছেন তাঁরা হলেন-শিবালয় উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ আসলাম মোল্লা, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন মানিক, ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মৃধা, ও মাসুদুল হক চৌধুরী প্রমুখ।
শিবালয়ের দিয়ারচর শাকরাইল জামে মসজিদের কমিটি গঠন।
Reviewed by All in one একের ভিতর সব
on
5:50 AM
Rating:
No comments: