স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender


তোমার পতাকা যারে দিয়েছ প্রভূ,শক্তি দিও তারে বহিবার।                             -কাজী নজরুল ইসলাম


দৈনিক সংগ্রাম কে বন্ধ নয়, হুশিয়ার করা উচিত ?

যুদ্ধাপরাধী জামায়েত নেতা কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে ভাংচুর,পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল আসাদ কে লাঞ্ছিত করার পর তাকে পুলিশি হেফাজতে নিয়ে তাক তিন দিনের রিমান্ডে গিয়ে টর্চারিং করা সরকারের কোনক্রমেই উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কৃষক সংগঠক সাংবাদিক এম এ কাইয়ুম চৌধুরী । ওই কৃষক নেতা আরও বলেন, নিয়ম অনুযায়ী যদি কোন পত্রিকা ভুল তথ্য পরিবেশন করে তবে তার বিরুদ্ধে প্রতিবাদ লিপি দেওয়ার বিধান রয়েছে । যদি ওই পত্রিকা প্রতিবাদ লিপি না প্রকাশ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে ।এ সকল পথ অবলম্বন না করেই  এমন প্রদক্ষেপ গ্রহন করা কােনক্রমেই উচিত হয়নি । তাছাড়া এই সামান্য কারনে এতদিনের পুরোনো এবং দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক এই সংগ্রাম পত্রিকা বন্ধ করা সরকারের কোনমতেই উচিত হবেনা বরং দৈনিক সংগ্রাম কে হুশিয়ারী করা উচিত যে, তারা যেন দেশ ও মানুষের স্বার্থ বিরোধী কোন প্রকার সংবাদ পরিবেশন না করে। 
Reviewed by All in one একের ভিতর সব on 1:09 AM Rating: 5

No comments:

Powered by Blogger.