স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender


  আওয়ামীলীগের ২১ তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন আজ


স্বাধীণ খবর ডেস্কঃ আজ বিকেল ৩ টার সময় সোরওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের ২১ তম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিন  ব্যাপি এই সম্মেলনে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন। ৫ হাজার নেতা-কর্মী ভোট দিবেন । ডেল্টাভেজ নেতার সংখ্যা থাকবে ৭ হাজার । ৩টি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনার জন্য । ১১ টি উপ-কমিটি গঠণ করা হয়েছ । দলীয় সূত্রে জানাযায়, দলের সভাপতি  ব্যতীত অধিকাংশই পদেই ব্যাপক রদবদল হতে পারে ।এদের মধ্যে প্রবীণদের চাইতে নবীণেরা এগিয়ে রয়েছেন ।
Reviewed by স্বাধীন খবর on 10:31 PM Rating: 5

No comments:

Powered by Blogger.