আব্দুর রাজ্জাক বিশ্বাস
শান্তির দূত পাঠাও খোদা
মুসলিম জাহানে,
নির্যাতিত নিপিড়িত আজ
সিরিয়া ফিলিস্তীনে!!
মিয়ানমার কাশ্মীর আসামে
ঠাঁই নেই তাঁদের আপন নিবাসে!
মানব শিশুর আর্তনাদে
পৃথিবী থর থর কাঁপে,
বিশ্ব মানবতার বিবেক আজ
আড়ালে হাসে!!
কোথায় মানবাধিকার,
কিষের জাতিসংঘ?
পৈশাচিক নাটকে মত্ত
এ শুধুই অভিনয় মঞ্চ!!
ঈমানের জাহাজ ডুবায়
ডুবে আরব দরিয়া,
মুশরিক শাসক শোষন করছে
পাপ তরি করি ভরিয়া!!
কোথায় সেই আলী, হামজা, বীর ওয়ালিদ,
কোথায় উমর, হানযালা, হারুন - অর রশীদ!
আধাঁর ভুবনে চলুক জিহাদ
ভাঙ্গাতে এসে মুসলিমের নিদ্!!
দাও খোদা সেই রুমি, সাদী, হাফিজ
কবি নজরুল, যামী, খৈয়াম, তাবরীজ!
আবার উঠুক সন্ধ্যা আাকাশে
ঈদের সেই খুশির চাঁদ।
হোক আবার বিশ্ব মুসলিম
হোক সবাই এক জামাত।।
বিশ্ব মুসলিম
Reviewed by All in one একের ভিতর সব
on
5:42 AM
Rating:
No comments: