স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

পদ্মা সেতুর ১৭তম স্প্যান স্থাপন। দুইপ্রান্তে দৃশ্যমান ২ হাজার ৫ শত ৫০ মিটার




আলোর বাণী ডেস্কঃ  পদ্মা সেতুর ১৭ নং  স্প্যানটি বসানো হয়েছে জাজিরা-মাওয়া প্রান্তের মাঝে মাঝে মাদারীপুর অংশে।স্পেন টি পদ্মার মাঝ প্রান্তে ২২ ও ২৩ নং পিলারের উপর বসানো হয়েছে। আর ১৭তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুনকাংঙ্খিত পদ্মা সেতু আরো এক ধাপ এগোল বাস্তবতার দিকে। ১৫০মিটার লম্বা ও প্রস্থ ১৩ মিটার বিশাল স্প্যানটি ভাসমান ক্রেনের সাহায্যে উঠানো হয়। স্প্যানটি বসানোর পর মূল সেতুর ২ হাজার ৫ শত ৫০ মিটার দৃশ্যমান হলো।পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার নয়টার দিকে মাওয়ার মাঝের চরের অস্থায়ী প্ল্যাটফর্ম থেকে ভাসমান ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার অধিকারী শক্তিশালী ভাসমান 'তিয়ান  ই ' ক্রেনে স্প্যানটি ২২ ও ২৩ নাম্বার পিলারের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ২২ ও ২৩ নং পিলারের উপরস্থাপন করা হয়। ১৭ তম স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে পদ্মা সেতুর মোট ২ হাজার ৫ শত ৫০ মিটার দৃশ্যমান হলো। সূত্র আরো জানায়, দৃশ্যমান ১৭ টি স্প্যানের পাশাপাশি চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরো ১৬ টি স্পপ্যান। যার মধ্যে পিলারে বসানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আরো পাঁচটি স্প্যান। মোট ৪২ টি পিলারের মধ্যে ৩২ টি পিলারের নির্মাণকাজ সম্পূর্ন শেষ হয়েছে। বাকি দশটির কাজ চলছে দ্রুত গতিতে।চ্যানেলের নাব্য সংকট দেখা দেয়ায় খনন করে স্প্যান উত্তোলনের কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে ওই প্রকৌশলী।
এর আগে ২০১৭ সালের ২৯:সেপটেম্বর সেতুর ঐপ্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল চতুর্থ স্প্যান, ২৯ জন পঞ্চম স্প্যান, ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৬ষ্ট স্প্যান, ২০ ফেব্রুয়ারি সপ্তম স্থান, ২০ মার্চ অষ্টম স্প্যান, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয় । গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের উপর ১০ম স্প্যানটি স্থাপন করা হয়। এর আগে গত বছর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের উপর বসানো একটি স্প্যান বসানো হয়। ২২ এপ্রিল পদ্মাসেতুর ১১ তম স্প্যান বসানো হয়।সর্বশেষ ১৯ নভেম্বর পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসানো হয়েছিল ১৬ তম স্প্যান।ছয় দিনের মাথায় গত মঙ্গলবার পদ্মা সেতু ২২ ও ২৩ নং পিলারের উপর ১৭তম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো ২ হাজার ৫ শত ৫০ মিটার   

পদ্মা সেতুর ১৭তম স্প্যান স্থাপন। দুইপ্রান্তে দৃশ্যমান ২ হাজার ৫ শত ৫০ মিটার পদ্মা সেতুর ১৭তম স্প্যান স্থাপন। দুইপ্রান্তে দৃশ্যমান ২ হাজার ৫ শত ৫০ মিটার Reviewed by All in one একের ভিতর সব on 4:48 PM Rating: 5

No comments:

Powered by Blogger.