স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

বরিশালের এক স্কুলছাত্রের বাংলা কথা বলা রোবট আবিষ্কার


সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় অত্যন্ত প্রত্যন্ত এলাকার একটি স্কুল ছাত্র আবিষ্কার করল রোবট। যার নাম হলো রবিন। আসলে এটা কোন মানুষের নাম নয়।এটি একটি অত্যাধুনিক রোবট। যে কিনা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলতে পারে। শুধু তাই নয় রোবিন বলতে পারে কে তাকে সৃষ্টি করা খুদে বিজ্ঞানীর নামও।  তাছাড়াও সে তার দেশের নাম, প্রধানমন্ত্রীর নাম, রাষ্টপতির নাম সহ যে কোন প্রশ্নের উত্তর দিতে পারে অকপটে। এছাড়া কৃষকদের জমিতে কখন কি পরিমান কীটনাশক প্রয়োগ করতে হবে তা সে নিজে থেকেই বলতে পারবে এবং চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য ও শিক্ষা বিষয়ক তথ্য বলে দিতে পারে। এমনকি তার আশেপাশে আগুন লাগলে সে খবর দিতে পারবে ফায়ার সার্ভিসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা অবস্থান দেখতে পাবে গুগল ম্যাপে। আর এই অত্যাধুনিক রোবটটির আবিষ্কারক হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা কালু পাড়া গ্রামের ব্যবসায়ী সন্তোষ কর্মকার ও দীপ্তি  কর্মকার এর ছেলে শুভ কর্মকার। মা-বাবার দুই সন্তানের মধ্যে শুভ বড়। শুভ কর্মকার গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র । ছোটবেলা থেকেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতেন বিজ্ঞান বিষয়ক আগ্রহ থেকেই।শুধু অংশ নিতেন তা নয়, শিশু প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিতেন অনেক সময়। আর এসব কাজ থাকতে থাকতে একসময় তার মনে হল তিনিো একটি রোবট বানাতে পারেন।তবে তার রোবট হবে তবে গতানুগতিক রোবট থেকে একটু আলাদা। আর সে লক্ষ্যে ২০১৮ সালের মে মাসে রোবট তৈরির কাজ শুরু করেন। যা পাথমিক ভাবে ২০১৯ এর জানুয়ারিতে। রোবটের নাম রাখা হয় রবিন।আমেরিকার একটি কার্টুন শোর সুপার হিরোর নাম অনুসারে এই নাম দেয়া হয় রবিন।এরপর থেকেই রবিনের পরিচিতি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশজুড়ে। ক্ষুদে বিজ্ঞানী শুভ কর্মকার বলেন, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিয়ে এবং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখেই রোবট রবিনকে এভাবেই তৈরি করতে পেরেছি ।  আগামীতে আমি একে আরও উন্নত করতে কাজ করছি। বর্তমানে তার দৃষ্টিশক্তি নেই,আগামীতে সেসকলকে দেখতে পারবে। সেই সঙ্গে তাদের সঙ্গে একবার পরিচয় হলে তাকে পরবর্তীতে দেখলে চিনতে পারবে এবং বিভিন্ন সমস্যা নিজে দেখে সমাধান করতে পারবে। সবচেয়ে বড় বিষয় হলো, আমার এই রোবট অনেক কিছু নিজে নিজেই শিখতে পারে। এর জন্য কোন কোডিং এর প্রয়োজন হয় না অর্থাৎ কিছুটা শেল্ফ লার্নিং আয়ত্ত করে নিয়েছে। শুভ কর্মকার উপজেলা, জেলা ঢাকার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সম্মান ও জিতছেন।

বরিশালের এক স্কুলছাত্রের বাংলা কথা বলা রোবট আবিষ্কার  বরিশালের এক স্কুলছাত্রের বাংলা কথা বলা রোবট আবিষ্কার Reviewed by স্বাধীন খবর on 12:25 AM Rating: 5

No comments:

Powered by Blogger.