কাদের মোল্লাকে শহীদ বলায় মুক্তিযোদ্ধা মঞ্চ নামের একটি সংগঠনের নামে ৫০/৬০ জন নেতা-কর্মী ঢাকার মগবাজারের দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসে তান্ডব চালিয়ে সম্পাদকের কক্ষ, বার্তা সম্পাদকের কক্ষ, চীফ রিপোর্টার ও স্টাফ রিপোর্টের কক্ষ, নিউজ রুমসহ বেশ কতগুলো রুমে ব্যাপক ভাংচুর করার পর পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল আসাদ কে পুলিশি হেফাজতে নেওয়ার পর কাদের মোল্লা নামের এক যুদ্ধাপরাধী জামায়েত নেতার মৃত্যুকে শহীদ বলায় তার বিরুদ্ধে দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে তিন দিনের রিমান্ড মুঞ্জর করে আদালত। এদিকে দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পত্রিকার প্রচার ও প্রকাশনা বন্ধ করে দেওয়ার দাবী তুলেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতারা। দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসে তান্ডব চালিয়ে ভাংচুর, সম্পাদক আবুল আসাদ কে টানা হেঁচড়ে বাহির করা, পত্রিকা অফিসকে সুরক্ষা প্রদান না করে তাকে পুলিশ হেফাজতে নেওয়াসহ নানা কারণে এর তীব্র নিন্দা ও জানিয়েছেন বিভিন্ন মহল । উল্লেখ্য, মুক্তিযুদ্ধা মঞ্চ নামের সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বাধীন ৫০/৬০ জনের একটি দলের লোকজন গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসে ঢুকে সম্পাদক, বার্তা সম্পাদক, চীফ রিপোর্টারের কক্ষসহ প্রায় ১০-১২ টি রুমে পৌনে ১ ঘন্টা ব্যাপি তান্ডব চালায়। এতে তারা ৫৮ টি কম্পিউটার, ৩টি টেলিভিশন, এসি, পত্রিকার সার্ভার, প্রিন্টার, আসবাবপত্র ও দরজা-জানালাসহ প্রত্রিকার মগবাজারস্থ আল ফালাহ প্রিন্টিংপ্রেসে ও তারা ব্যাপক ভাচুর করে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধারণা করা হয় প্রায় দেড় কোটি টাকা।তবে পরিমান আরও বাড়তে পারে। এ ঘটনায় ডিজেএফ ও বিজেএফ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা চান আ'লীগ সম্পাদক ওবায়দুল কাদের
Reviewed by All in one একের ভিতর সব
on
5:05 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
5:05 AM
Rating:
No comments: