স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

সম্পাদকীয়





বিদায় ২০১৯ স্বাগতম ২০২০।

 আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। কালের পরিক্রমায় পেরিয়ে গেল আরেকটি বছর। কবির ভাষায় যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়........ বিদায় ২০১৯। স্বাগত ২০২০
। হ্যাপি নিউ ইয়ার। প্রতিটি নতুন বছর মানব সমাজের জন্য বয়ে আনে নববার্তা। এবছরও সুখময় বার্তা বযে আানবে অনেকের এটাই প্রত্যাশা। নতুন বছরে নতুন নতুন শপথ নিবে সন্ত্রাস হানাহানি রাজনৈতিক হিংসাপরায়ণতাহীন এক সমৃদ্ধশালি বাংলাদেশ গড়ার, শপথ নিবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখার। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে সদরে বরণ করে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃতির নিয়ম। প্রকৃতির এ বিধানকে মেনে নিয়েই ভুলে যেতে হবে অতীতের সকল দুঃখ, ক্লেশ, হিংসা-বিদ্বেষ। এসব মন থেকে  ঝেরে ফেলেই এগিয়ে যেতে হবে সামনের দিকে। ২০২০ সাল হোক সকলের জন্য সুখ-সমৃদ্ধি ও আনন্দে ভরপুর। এটাই আমাদের একান্ত প্রত্যাশা।

সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by স্বাধীন খবর on 10:18 PM Rating: 5

No comments:

Powered by Blogger.