
সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নারায়নগঞ্জের বিআইসিএলে অগ্নি নির্বাপনে শিল্প শ্রমিকদের করণীয়,অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল ও ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক বিশেষ প্রশিক্ষণ ও মহরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিআইসিএলের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান (ইডি) এম জেড হোসেন আরজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিভাগের সহঃ কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ শরিফুল ইসলাম,বিআইসিএলের মেডিকেল এ্যাসিস্টেন্ট ডাঃ মোঃ লাল চান মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও কৃষক সংগঠক এম এ কাইয়ুম চৌধুরী ও অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবরের বার্তা সম্পাদক মাওঃ মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার ও সেফটি বিভাগের প্রধান মোঃ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে প্রশাসন, ফায়ার, নিরাপত্তা, সিভিল, পরিবহন, ভান্ডার, আনলোডিং,বিপননসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাদরে অংশগ্রহণ করেন।
নারায়ণ গঞ্জের বিআইসিএলে অগ্নি নির্বাপনের উপরে বিশেষ প্রশিক্ষণ ও মহরা অনুষ্ঠিত
Reviewed by All in one একের ভিতর সব
on
3:22 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
3:22 AM
Rating:

No comments: