আমার ভাবনা যতো সব তোমাকে নিয়ে ।
আমি জানি না কেন-
সব সময় আমার ভাবনার বিষয় তুমি হলে ।
তুমি আমার সেই দুঃখের অশ্রু-
আবার তুমি আমার সেই সুখের হাসি ।
তাই তো তোমায় আমি এত ভালোবাসি ।
তুমি কি ,ভাবনা আমার কথা কোন সময়
ভাবনা, ভাবনায় বিলীন হলাম
যত ভালোবাসা আছে আমি সব তোমাকে দিলাম।
তবুও তুমি কি বলবে আমায় এক বার ?
তুমি বলেছিলে প্রথম দিন হাত দুটো ধরে -
সময় আসবে বলবো তখন তোমায় জড়িয়ে ধরে।
কত সময় এল গেলো ,সেই সময় তো এল না ।
তবে কি তুমি আমায় সত্যি বলবে না ।
তুমি কি আমাকে ভালোবাস
না কি ভালোবাসার মোখস পরে দাড়িয়ে আছো
কোন দিন ভাবিনি এই কথা বলবো আমি তোমাকে
সে কথা আজ জানতে চাইলাম তোমার কাছে
বোঝতে পারো কতটা দুঃখ আমার মনে।
এত কিছু শোনার পরও তুমি এখনো -
কি বলবে না আমায় তুমি কতটা ভালোবাস ।
সমাপ্ত
সমাপ্ত
তুমি কি বলবে না আমায় ভালোবাস
Reviewed by All in one একের ভিতর সব
on
6:30 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
6:30 AM
Rating:

No comments: