স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

পেঁয়াজ কারসাজির সাথে জড়িত ৩৭ আমদানিকারককে তলব করেছে বানিজ্য মন্ত্রণালয়



আলোর বাণী রিপোর্টঃ পেঁয়াজ কারসাজির সাথে জড়িত এমন আরো ৩৭ পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে বানিজ্য মন্ত্রণালয়। তাদের আমদানি ও বিক্রি ও মজুদ রাখা সংক্রান্ত সকল তথ্যসহ ব্যাখ্যা প্রদানের জন্য বানিজ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। যারা তথ্য দিতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন সরকার। 
পেঁয়াজ কারসাজির সাথে জড়িত ৩৭ আমদানিকারককে তলব করেছে বানিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ কারসাজির সাথে জড়িত ৩৭ আমদানিকারককে তলব করেছে বানিজ্য মন্ত্রণালয় Reviewed by All in one একের ভিতর সব on 3:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.