স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

নীল শাড়ি –নীল টিপ (কাল্পনিক মেয়ে)



তুমি নীল ছবি, নাকি নীলাঞ্জনা ,
নাকি হৃদয়ের কেনবাসে আঁকা,
আকাশের নীল থেকে আনা
ভেসে যাওয়া এক প্রতিচ্ছবি,
মনে হয় ছুঁয়ে দেখি একবার।
মনে হয় তুমি নীল থেকে এনেছ সব,
গোলাপের পাপড়ী ঝরানো ভালোবাসা।
সবার মাঝে ভিলিয়ে দিবেবলে,
তাইতো তোমাকে নীল শাড়ী-নীল টিপে,
মানিয়েছে বেশ।
মনে হয় যেন আকাশ থেকে মাটিতে,
নেমে আশা এক নীল পরী।
মনে হয় যেন প্রকৃতির মাঝে সবুজ ঘাসে ,
মিশে যাওয়া এক বনলতাসেন।
মনে হয় যেন গোলাপের ডালে বসা,
এক ফুটন্ত গোলাপ ।
                                                ----মোঃ কামরুল হাছান

নীল শাড়ি –নীল টিপ (কাল্পনিক মেয়ে) নীল শাড়ি –নীল টিপ (কাল্পনিক মেয়ে) Reviewed by All in one একের ভিতর সব on 6:08 AM Rating: 5

No comments:

Powered by Blogger.