স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

আহবান


আত্মিকতার মৃত্যু ! তাওকি সম্ভব ...? 
মানব দেহ ও আত্মা একে অপরের সম্পূরক,
বহমান নদীর মত  জীবনটা চলে যায় ,
আমল করিয়া যেতে হবে পরপাড়ের লায়।

মোয়াজ্জিন মিনারে তুলিল  আযানের সুমধুর ধ্বনি ,
মু,মিনগন সালাত কায়েমের লাগি গেলো মসজিদের পানে,
সময় থাকতে পারের কড়ি আহরণ করি,
কোথায় আছে সন্দান কর দিনের কান্ডারী।

কেউবা আগে কেউবা পরে যেতে হবে পরপাড়ে,
পুঁজি সঞ্চয় করি তাহারী তরে,
আমল সঠিক হলে পাবি দ্বীনের নবীর দেখা, 
না হয় ললাট জুড়ে থাকবে সেথায় নরকের বাড়ি লেখা,
সঠিক পন্থায় না চলিলে নরকে তুই যাবি,
সেথায় আছে অগ্নিদাহ ছাড় নাহি কেউ পাবি।



                                                 ----মোঃ কামরুল হাছান

















আহবান আহবান Reviewed by All in one একের ভিতর সব on 7:22 AM Rating: 5

No comments:

Powered by Blogger.