।। স্তব্ধ হৃদয়।।
মোঃ কামরুল হাছান
মনেরই পালংকে রেখেছি যারে তুমি কি সেই। নাকি অন্ধকার ছায়াঘেরা প্রকৃতির নেয়। নাকি মেঘের কোলে শিশির ভেঁজানো,
পদ্মপাতার একরাশ হাহাকার বিন্দু। এইতো সেদিন তুমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলে।
মেঘের কোলে রোদের ঝিকিমিকি হাঁসির মতো।
সামান্য ভুলে আজ তুমি বসন্তের ছোঁয়া লাগার আগেই
বৃষ্টি হয়ে ঝরে গেলে আকাশের বুক থেকে।
কাঁদলে তুমি কাদালে আমাকেও।
আমিতো চেয়েছিলাম বসন্তের সাত রঙে,
রাঙাতে তোমাকে ভালোবেসে।
তাইতো মনের অগোচরে বসত ঘরে,
ছিলাম তোমাকে নিয়ে।
ঠিক তখনই মনের অজান্তে বিষন্ন পবন এসে খরকুটার মতো ,
তছনছ করে দিলো জীবনকে।
এলোমেলো করে দিল দুজনের স্বপ্নগুলো,
স্তব্ধ হয়ে গেল দুজনার হৃদয়।
।। স্তব্ধ হৃদয়।।
Reviewed by All in one একের ভিতর সব
on
3:35 AM
Rating:
No comments: