স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

মধুপুরের আনারস


আনারস একটি রসাল ফল।চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এর রয়েছে অনেক গুন।এটি জ্বরের জন্য এমন একটি টনিক। যা খেলে মানুষের জ্বর কিংবা কৃমি দমন হয়।তাছাড়া খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় তাই সব সময় ভোজন রসিক লোকজনের লোলুপ দৃষ্টি থাকে এই ফলটির ওপরে।তাছাড়া দামেও অনেক সস্তা হওয়ায় যে কেউ চাইলেই কিনে খেতে পারেন এই রসাল ফলটিকে। সম্প্রতি আনারসের বাড়ি টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে এ ছবিটি ক্যামারাবন্দি করেছেন আমাদের নিজস্ব সংবাদদাতা মুহাম্মদ জহিরুল ইসলাম জিকু।  


মধুপুরের আনারস মধুপুরের আনারস Reviewed by All in one একের ভিতর সব on 2:22 AM Rating: 5

No comments:

Powered by Blogger.