আলোর বাণী রিপোর্টঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপতত এ আইন কার্যকর না করার আশ্বাসবাণী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের "বাংলাদেশ সড়ক ও পরিবহন আইন-২০১৮ " পুন বিবেচনা এবং আইনের কঠোরতর ধারাগুলো সংশোধন করার আশ্বাসবাণীতে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক-কর্মচারী সমিতি। ফলে রাজধানী ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হলেও খুলনা কিংবা দক্ষিণ বঙ্গ থেকে কোন ধরণের যানবাহন চলাচল না করায় দুর্ভোগের শিকার হয় দক্ষিণাঞ্চলের ১৬/১৭ টি জেলার প্রায় ৩০ লক্ষ মানুষ।তবে তাদের দাবী সম্পূর্ণ মানা হলে তারা এ কর্মসূচি হতে ফিরে আসবেন বলে আলোরবাণীকে জানান দক্ষিণ বঙ্গের পরিবহন মালিক-কর্মচারী ফেডারেশনের নেতারা।এর আগে ওই নেতারা গতকাল দেশের কয়েকটি জেলায় নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলন " নিরাপদ সড়ক চাই" এর আহবায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিমূর্তিতে আগুন ধরিয়ে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।যদিও এর প্রতিবাদ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সচেতন মহল।
সড়ক ও সেতুমন্ত্রীর আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার
Reviewed by All in one একের ভিতর সব
on
2:18 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
2:18 AM
Rating:

No comments: