মানিকগঞ্জ সংবাদদাতাঃ গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার মানিক গঞ্জ জেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানিকগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো, এডভোকেট আব্দুস সালাম, গাজী কামরুল হুদা সেলিম,সুদেব সাহা, এডভোকেট অসীম কুমার বিশ্বাস, এডভোকেট আবু বকর সিদ্দিক খান তূষার প্রমূখ।
শিবালয়ঃ শিবালয় উপজেলার কাষ্টসাগড়া আইসিএম ক্লাবের উদ্যোগে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনটির সভাপতি বরেণ্য সাংবাদিক কৃষক সংগঠক এম এ কাইয়ুম চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন শিবালয় উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আজাহারুল ইসলাম সজীব, আলতাফ হোসেন, মোঃ হাসমত প্রমূখ।কাষ্টসাগড়া আইসিএম ক্লাবের সভাপতি বরেণ্য সাংবাদিক এম এ কাইয়ুম চৌধুরী তার ভাষণে বলেন,১৯৭১ সালের আজকের এই দিনে মানিকগঞ্জে শত্রু মুক্ত হওয়ায় ওই দিনটিকে মানিকগঞ্জবাসী পাক-হানাদার দিবস হিসেবে পালন করে আসছে।এখন এবং আগামীতে আমাদের কে স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।এদেশের হাজার হাজার মা-বোনের সম্ভ্রম ও ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া এই বাংলাদেশে আর যেন স্বাধীনতার বিপক্ষের শক্তি এদেশে রাজত্ব করতে না পারে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।তিনি আরও বলেন,রাজাকারদের হাতে ক্ষমতা গেলে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যাবে।শত চেষ্টা করলেও আর তা ফিরে পাওয়া যাবে না।এজন্য দলমত নির্বিশেষে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
মানিকগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস পালিত
Reviewed by All in one একের ভিতর সব
on
5:37 AM
Rating:
Reviewed by All in one একের ভিতর সব
on
5:37 AM
Rating:
No comments: