স্বাধীন খবর
দেশ ও মানুষের কথা বলে !

calender

মানিকগঞ্জে বিলুপ্তির পথে প্রকৃতির সৌন্দর্য সাদা বক




মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃমানিকগঞ্জের বুক থেকে হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য সাদা বক।খাবারের সন্ধানে বিল-নদী ও জলাশয়ে আসা সাদা বকের খুব বেশি দেখা মেলে না মানিকগঞ্জ জেলায়। বনভূমি উজাড় অসাধু পাখি শিকারীদের দৌরাত্মে হারিয়ে যেতে বসেছে সাদা বক।অথচ আমাদের বাংলা কবিতা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশাল জায়গা দখল করে আছে বিভিন্ন রকমের বক।কখনও মেঘাচ্ছন্ন আকাশে ঝাঁক বেঁধে উড়ে চলা, কখনো দিগন্ত বিস্তৃত মাঠের সবুজ গালিচার সৌন্দর্য বাড়িয়ে দিতে ঝাঁক ঝাঁক সাদা বক। আবার কখনও দলবদ্ধ হয়ে উড়তে উড়তে এক সময় মিশে যেত দূর আকাশ নীলিমায়।উড়ে যাওয়া মানেই প্রস্থান নয়। এ বিল থেকে ও বিলে অথবা দিন শেষে কোন বন কিংবা বাঁশঝাড়ে নিজ নীড়ে ফিরে যেত। প্রকৃতির নান্দনিক পাখি বক।বকের কলরব এখন শুধুই স্মৃতি। আট প্রজাতির সাদা বকের মধ্যে আমাদের দেশে রয়েছে পাঁচ প্রজাতির সাদা বক। বক পাখি সাধারণত আকারে ৪৫ থেকে ১৫০সেন্টিমিটার হয়ে থাকে।পা ও লম্বা ঠোঁট ছাড়া এদের সারা দেহ সাদা পালকে আবৃত।নিষিদ্ধ হলেও অসাধু শিকারী গুলি করে বক নিধন করছে।আবার কেউ কেউ ফাঁদ পেতে, আবার কেউ কেউ পোষা বক দিয়ে বুনো বক ধরছে। মানিকগঞ্জ জেলার শিবালয়, হরিরামপুর, ঘিওর, দৌলতপুর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলার খাল বিল, হাওড় ও জলাশয়গুলোতে ঝাঁক ঝাঁক বকের দেখা মিলে।বক গুলো সবুজ ঘাসে ওঁৎ পেতে থাকে পাশের ঝিল হতে মাছ শিকারের আশায়।এ যেন অবাক করা সৌন্দর্য।বকের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে ছবি তুলতে গেলে সাদা পালক ঝাপটে বকগুলো একটু একটু করে দূরে সরে যায়।মনে হয় পৃথিবীটা যেন একটুখানি বদলে যাচ্ছে।জলবায়ু পরিবর্তন আর বনভূমি উজাড়ের কারণে বক যেন আমাদের জনবসতি থেকে অভিমানেই দূরে চলে যাচ্ছে।এ ব্যাপারে কাষ্টসাগড়া আইসিএম ক্লাবের প্রধান উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর মোঃ আমিনুর রহমান পাক্ষিক কৃষি বিপ্লব ও জাগ্রত জনতা ২৪ ডটকম'কে জানান,গত ৫ বছর ধরে আমি পাখি নিয়ে কাজ করছি। পাখির নিরাপদ বাসস্থান গড়তে কাজ করছি।পাখি শিকারিরা বন্দুক দিয়ে বক শিকার করছে।স্থানীয় প্রশাসের সহযোগীতা নিয়ে পেলে পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে।ফসলী জমিতে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করার কারণে বিষক্রিয়ায় পাখির মৃত্যু ঘটছে।বকসহ পরিবেশ বান্ধব পাখিদের বাঁচাতে আমাদের সচেতন হতে হবে। 
মানিকগঞ্জে বিলুপ্তির পথে প্রকৃতির সৌন্দর্য সাদা বক মানিকগঞ্জে বিলুপ্তির পথে প্রকৃতির সৌন্দর্য সাদা বক Reviewed by All in one একের ভিতর সব on 3:32 AM Rating: 5

No comments:

Powered by Blogger.